শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

‘কোভ্যাক্সিন স্বনির্ভর ভারতের গৌরব বহন করছে’

আপডেট : ০৫ মার্চ ২০২১, ১৯:০২

ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন আত্মনির্ভরশীল ভারতের গৌরবকে প্রদর্শন করে। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের (আইসিএমআর) মহাপরিচালক বলরাম ভার্গব এই মন্তব্য করেছেন। 

আইসিএমআর প্রধান গত ৩ মার্চ এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আট মাসের কম সময়ের মধ্যে কোভিড-১৯ প্রতিরোধক ভ্যাকসিন তৈরির মাধ্যমে বোঝা যায়, প্রতিকূলতার সঙ্গে লড়াই করতে আত্মনির্ভরশীল ভারত কতটা শক্তিশালী।’ 

গত মাসে কেরালা সরকার আয়োজিত একটি ওয়েবিনারে অংশ নেন বলরাম ভার্গব। ভ্যাকসিন প্রয়োগের ট্রায়াল থেকে প্রাপ্ত ফলের বরাত দিয়ে তখন তিনি বলেন, ‘করোনার বিভিন্ন ধরনের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখতে পারে ভারতের কোভ্যাক্সিন।’

জানা গেছে, কোভ্যাক্সিনের তৃতীয় পর্যায়ের ক্নিনিক্যাল ট্রায়ালে অংশ নিয়েছিলেন ২৫ হাজার ৮০০ জন। তাদের মধ্যে ষাটোর্ধ্ব ছিলেন ২ হাজার ৪৩৩ জন। 

ইত্তেফাক/এআর