শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

৯ সপ্তাহ পর দেশে করোনায় সর্বনিম্ন মৃত্যু

আপডেট : ১৩ জানুয়ারি ২০২১, ১৮:৩০

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১৪ জনের মৃত্যু হয়েছে। যা গত নয় সপ্তাহের মধ্যে সর্বনিন্ম। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১২ নভেম্বর দেশে করোনা ভাইরাসে মৃত্যু হয়েছিলো ১৩ জন। 

বুধবার ( ১৩ জানুয়ারি) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, নতুন করে আক্রান্তদের মধ্যে মারা গেছেন ১৪ জন। এদের মধ্যে ৬ জন পুরুষ ও ৮ জন নারী। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৭ হাজার ৮৩৩ জনে। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৩৩৮টি নমুনা সংগ্রহ করা হলেও নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৭২৭টি নমুনা। যাদের মধ্যে আক্রান্ত হয়েছে ৮৯০ জন। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫ লাখ ২৪ হাজার ৯১০ জন। মোট পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার ১৫ দশমিক ৪৩ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৮৪১ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৬৯ হাজার ৫২২ জন হয়েছে।

বাংলাদেশে করোনা ভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। 

ইত্তেফাক/এসআই