বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের ভ্যাকসিন আমদানি নিষিদ্ধ করলো ইরান 

আপডেট : ০৯ জানুয়ারি ২০২১, ০৭:৩৩

 যুক্তরাষ্ট্র ও ব্রিটেন থেকে করোনার ভ্যাকসিন আমদানি নিষিদ্ধ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি । শুক্রবার টেলিভিশনে দেওয়া একটি ভাষণে এমনটি বলেন খামেনি। 

খামেনি বলেন,  ইরানে মার্কিন এবং ব্রিটিশ ভ্যাকসিন আমদানি নিষিদ্ধ। আমি কর্মকর্তাদের বিষয়টি জানিয়েছি। আর এখন জনসম্মুখে বলছি। 

তিনি বলেন,  তাদের প্রতি আমার কোনো আস্থা নেই। কখনো কখনো তারা অন্য জাতির ওপর ভ্যাকসিন পরীক্ষা করতে চায় । যদি যুক্তরাষ্ট্র একটি ভ্যাকসিন উৎপাদনে সক্ষম হতো, তাহলে তারা নিজেদের দেশে করোনা নিয়ন্ত্রণে চরমভাবে ব্যর্থ হতো না।

 মধ্যপ্রাচ্যে করোনার প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ ইরান। গত মাসের শেষের দিকে তারা নিজেদের করোনা ভ্যাকসিনের মানব পরীক্ষা শুরু করেছে।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিওটারের তথ্য অনুযায়ী, ইরানে এ পর্যন্ত ১২ লাখ ৭৪ হাজার ৫১৪ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৫৬ হাজার ১৮ জন। 

ইত্তেফাক/এআর