শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

এসপি হারুনের দুর্নীতি তদন্তের নির্দেশনা চেয়ে রিট

আপডেট : ১২ নভেম্বর ২০১৯, ২০:১৭

নারায়ণগঞ্জ থেকে প্রত্যাহারকৃত আলোচিত পুলিশ সুপার হারুন অর রশিদের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতা অপব্যবহারের অভিযোগ তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। 

বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মঙ্গলবার আবেদনটি শুনানির জন্য উত্থাপন করা হয়।

আদালত রিটকারী আইনজীবীর উদ্দেশ্যে বলেন, অভিযোগগুলো দুর্নীতি দমন কমিশনে দাখিল করুন। দুদক যদি কোনো ব্যবস্থা না নেয় তখন হাইকোর্টে আসার সুযোগ রয়েছে। এরপরই আদালত রিট আবেদনটি স্ট্যান্ডওভার রাখেন। 

আদালতে রিটকারী আইনজীবী সালেহ উদ্দিন নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। বিভিন্ন পত্রিকায় হারুন অর রশিদকে নিয়ে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে এ রিট করা হয়। 

ইত্তেফাক/জেডএইচ