শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হাইকোর্টে তলব

আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ১৫:৪৯

মোবাইল কোর্টে সাজা দেওয়ার পর কয়েক মাস অতিবাহিত হলেও সার্টিফায়েড কপি না দেওয়ায় র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলমকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ১ ডিসেম্বর তাকে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

আজ সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।

ডেপুটি এটর্নি জেনারেল তুষার কান্তি রায় আদালতের তলব আদেশের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী শাখাওয়াত হোসেন, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল তুসার কান্তি রায়।

আরও পড়ুন: শাকিব খানকে ১০ লাখ টাকা জরিমানা

এর আগে মোবাইল কোর্টের দেওয়া সাজার রায়ের বিরুদ্ধে দন্ডপ্রাপ্ত ব্যক্তির আবেদনের ৫ কার্যদিবসের মধ্যে মামলার সার্টিফায়েড কপি সরবরাহ করতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। বাসস

ইত্তেফাক/কেকে