শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আইসিইউ-সিসিইউ ইউনিট স্থাপন:

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ ২ জনকে তলব

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৯, ১৯:৩৮

সব জেলা সদরের সরকারি হাসপাতালে আইসিইউ ও সিসিইউ ইউনিট স্থাপনের বিষয়ে আদালতের নির্দেশ বাস্তবায়নে অগ্রগতি না হওয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালককে তলব করেছে হাইকোর্ট।আগামী ৮ জানুয়ারি তাদেরকে সশরীরে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। 

বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আজ বুধবার এই আদেশ দেন। এ সময় আদালতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর উস সাদিক ও রিটকারী পক্ষে ড. বশির আহমেদ উপস্থিত ছিলেন। 

গত ২৮ আগস্ট হাইকোর্ট এক আদেশে দেশের সব জেলা সদরে সরকারি হাসপাতালে আইসিইউ এবং সিসিইউ ইউনিট স্থাপনে একটি পূর্ণাঙ্গ প্রকল্প তৈরির নির্দেশ দেন। 

আরও পড়ুন: মিথ্যা মামলা করায় ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধে দুদকের মামলা 

গত ৭ নভেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে স্বাস্থ্য সচিবের কাছে একটি প্রতিবেদন দেওয়া হয়েছে। ওই প্রতিবেদনটি বুধবার আদালতে উপস্থাপন করা হয়। কিন্তু আদালত আইসিইউ ও সিসিইউ ইউনিট স্থাপনে অগ্রগতি না থাকায় সংশ্লিষ্টদের তলবের আদেশ দেয়। হিউম্যান রাইটস ল’ইয়ার্স এন্ড সিকিউরিং এনভায়রনমেন্ট সোসাইটি অব বাংলাদেশের পক্ষে কোষাধ্যক্ষ মো. শাহ আলম এ রিট করেন। 

ইত্তেফাক/কেকে