বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ভিপি নুরের বিরুদ্ধে মামলায় পুলিশকে তদন্তের নির্দেশ

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৯, ১৮:১০

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরের বিরুদ্ধে আজ একটি মানহানির মামলা করা হয়েছে। পুলিশকে এ মামলা তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম জিয়াউর রহমানের আদালতে মামলাটি করেন ঢাবি’র সলিমুল্লাহ মুসলিম হল ছাত্র সংসদের ভিপি মুজাহিদ কামাল উদ্দিন।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে শাহবাগ থানার ওসিকে তদন্ত করে আগামী ৮ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। আদালতের পেশকার রাকিব চৌধুরি বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: জঙ্গিবাদ নির্মূলে বিশ্বে বাংলাদেশ রোল মডেল: স্বরাষ্ট্রমন্ত্রী

এর আগে, মামলার বাদী সাংবাদিকদের বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নুর তার পদটিকে ব্যবহার করে বিভিন্ন ধরনের টেন্ডারবাজি, চাঁদাবাজি, অনৈতিক তদবির বাণিজ্য ও অর্থ লেনদেনে জড়িয়ে পড়েন। গত ৫ ডিসেম্বর দৈনিক পত্রিকার মাধ্যমে এ কথা তিনি জানতে পারেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। বাসস

ইত্তেফাক/কেকে