বুয়েটের বহিষ্কৃত ১০ শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে নির্দেশ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট)। ছবি: সংগৃহীত
ইত্তেফাক রিপোর্ট২৩:১৪, ২৪ ডিসেম্বর, ২০১৯ | পাঠের সময় : মিনিট
র্যাগিংয়ে জড়িত থাকার দায়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে বহিষ্কৃত ১০ শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
শিক্ষার্থীরা হলেন- মির্জা মোহাম্মদ গালিব, জাহিদুল ইসলাম, মুনতাসির আহমেদ, আসিফ মাহমুদ, মো. মুস্তাসিন, আনফালুর রহমান, অর্ণব চৌধুরী, নাহিদ আহমেদ, তানভীর হাসনাইন ও মুহিবুল্লাহ।
তাদের পক্ষে আইনজীবী অনীক আর হক এবং নাহিদ সুলতানা যুথী শুনানি করেন।
ইত্তেফাক/ইউবি