শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বৃহস্পতিবার থেকে খুলছে সুপ্রিমকোর্ট

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ১৪:৩২

আগামী ১ জানুয়ারী বুধবার পর্যন্ত সাপ্তাহিক ছুটি, সরকার ঘোষিত ছুটি ও সুপ্রিমকোর্টের অবকাশ শেষে বৃহস্পতিবার থেকে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্টে নিয়মিত বিচার কার্যক্রম শুরু হচ্ছে।

তবে ছুটি ও অবকাশকালীন জরুরি মামলা সংক্রান্ত বিষয় শুনানি ও নিষ্পত্তির জন্য আপিল বিভাগে চেম্বার জজ হিসেবে বিচারপতি মো. নুরুজ্জামানকে মনোনীত করেন প্রধান বিচারপতি। আজ ৩০ ডিসেম্বর বেলা ১১ টা থেকে আপিল বিভাগের চেম্বার জজ আদালতে বিচারিক কার্যক্রম চলে। এর আগে গত ২৪ ডিসেম্বরও আপিল বিভাগে চেম্বার জজ আদালতে বিচার কার্যক্রম পরিচালিত হয়।

আরও পড়ুন : বিএনপির সমাবেশে পুলিশের বাধা, মঙ্গলবার ঢাকায় বিক্ষোভের ডাক

এছাড়াও ছুটি ও অবকাশকালীন জরুরি মামলা শুনানি ও নিষ্পত্তির জন্য হাইকোর্ট বিভাগে অবকাশকালীন ৮টি বেঞ্চ গঠন করে দেন প্রধান বিচারপতি। সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে হাইকোর্ট বিভাগে ৮টি বেঞ্চ গঠন করে দেয়া হয়। এসব বেঞ্চে জরুরি মামলা সংক্রান্ত বিষয়গুলোর শুনানি ও নিষ্পত্তি হচ্ছে। বাসস

ইত্তেফাক/এমআরএম