শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল

আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ১৩:১৮

পটুয়াখালীর গলাচিপায় খাদিজা আক্তার হ্যাপি হত্যার দায়ে তার স্বামী জহির হাওলাদারের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।

এ বিষয়ে ডেথ রেফারেন্স গ্রহণ করে আজ সোমববার বিচারপতি কৃষ্ণা দেবনাথ ও বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলামের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ রায় দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির উল্লাহ, সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান খান, রাজা কামরুল ইসলাম ও ব্যারিস্টার আল মামুন।

আরও পড়ুন : সিংড়ায় ছাত্রদল নেতা গ্রেফতার

২০১৪ সালে খাদিজা আক্তার হ্যাপিকে হত্যার দায়ে তার স্বামী জহির হাওলাদারকে মৃত্যুদণ্ড ও স্বামীর বন্ধু জাফর হাওলাদারকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন পটুয়াখালীর জেলা ও দায়রা জজ বিমল চন্দ্র সিকদার। একই সঙ্গে অপরাধ প্রমাণিত না হওয়ায় আদালত মামলার ৬ আসামির বাকি ৪ জনকে বেকসুর খালাস প্রদান করেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ জানান, আদালত মামলার আসামী স্বামী জহিরের মৃত্যদণ্ডাদেশ এবং স্বামীর বন্ধু জাফর হাওলাদারের যাবজ্জীবন বহাল রেখেছেন।

২০০৮ সালের এপ্রিলে হ্যাপিকে তার শ্বশুরবাড়ির লোকজন খুন করার ঘটনায় হ্যাপির বাবা মো. আবুল চৌকিদার বাদী হয়ে গলাচিপা থানায় ৬ জনকে আসামি করে এ হত্যা মামলাটি দায়ের করেন।

ইত্তেফাক/এমআরএম