শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বগুড়া-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী হিমিকাকে জরিমানা

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৮, ২৩:৫৫

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণ বিধি ভঙ্গের দায়ে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের স্বতন্ত্র প্রার্থী তাহমিনা জামান হিমিকাকে দশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২১ডিসেম্বর) সন্ধ্যারাতে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরাফাত হোসেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ এই তথ্য নিশ্চিত করে জানান, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী তাহমিনা জামান হিমিকা নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করে শেরপুর পৌরশহরের সকাল বাজারস্থ তিন রাস্তার মোড় এলাকায় বাসা-বাড়ির দেয়ালে তার নির্বাচনী প্রতিক সিংহ মার্কার পোস্টার লাগানো হয়। এই অপরাধে নির্বাচনী আচরণ বিধিমালা ২০০৮ এর ৭(১) এর ধারা অনুযায়ী তাকে এই জরিমানা করা হয়। জরিমানার টাকা তাৎক্ষণিক আদায় করা হয়েছে। পাশাপাশি আগামীদিনে নির্বাচনী আচরণ বিধি মেনে চলার জন্য তাকে সর্তক করা হয়েছে। এছাড়া ওই স্বতন্ত্র প্রার্থীও আচরণ বিধি মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ।

ইত্তেফাক/আরকেজি