শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

১৬৫০ উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ আটকে গেল হাইকোর্টে

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ২১:০৭

কৃষি সম্প্রসারণ অধিদফতরে ১৬৫০ জন উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগের ফলাফলে স্থিতাবস্থা (স্ট্যাটাসকো) ও অতিসত্ত্বর উকিল নোটিশের উত্তর এবং কেন অবৈধ নয় সেই রুল জারি করেছে হাইকোর্ট। হাইকোর্টের এই আদেশের ফলে এই নিয়োগ কার্যক্রম বর্তমানে স্থগিত থাকবে।

এ সংক্রান্ত একটি আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ রবিবার এ আদেশ দেয়।

আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী ব্যারিস্টার সুব্রত কুমার কুন্ডু। আদালতে আজ আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সুব্রত কুমার কুন্ডু।

আরও পড়ুন: ইসিকে মলম পার্টি, পকেটমারদের নিয়েও কাজ করতে হয়: সিইসি

২০১৮ সালের ২৩ জানুয়ারি কৃষি সম্প্রসারণ অধিদফতর ওই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে।

ইত্তেফাক/কেকে