শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মান্দায় ৫ দোকান মালিককে জরিমানা

আপডেট : ০৬ এপ্রিল ২০২০, ১১:১৯

করোনাভাইরাস প্রতিরোধে সরকারি আদেশ অমান্য করায় নওগাঁর মান্দা উপজেলায় ৫ দোকান মালিককে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছে। নির্ধারিত সময়ের পরে মেশিনারি ওয়াচসফ, মুদির দোকান  সরকারি আদেশ অমান্য করে চায়ের দোকান খোলা রেখে জনসমাগম করায় এ জরিমানা করা হয়েছে। 

আজ সোমবার উপজেলার বিভিন্ন হাট-বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল ইসলাম অপু। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, করোনাভাইরাস প্রতিরোধে সরকারি আদেশ অমান্য করে, দোকান বন্ধ না করে জনসমাগম করায় হারুন মেশিনারি ওয়াচসফকে ৫০ হাজার টাকা, সামছুল আলম প্রামানিকের মেশিনারি ওয়াচসফকে ৫ হাজার টাকা, সোহেল ইলেট্রিক দোকানদারকে ৫০০ টাকা, চায়ের দোকানদার সুভোদ চন্দ্রকে ২০০ টাকা, সতিহাট রফিকুল ইসলামকে ২০০ টাকা জরিমানার করা হয়েছে। এর আগে উপজেলার বিভিন্ন বাজার মনিটরিং করেন ভ্রাম্যমাণ আদালতের নিরর্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হালিম।


ইত্তেফাক/আরকেজি