বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মতলবে লকডাউন অমান্য করায় ১৫ দোকান সাময়িক বন্ধ

আপডেট : ১৭ মে ২০২০, ০৮:২৭

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ও মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন হাট বাজারে জনসমাগম রোধে শনিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করা হয়।

নারায়ণপুর বাজারে গার্মেন্টস দোকানদাররা দোকানের শাটার অর্ধেক খোলে দোকানের ভিতরে ক্রেতা ঢুকিয়ে মালামাল বিক্রি করছেন এমন অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক ওই দিন এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে সরকারি আইন (লকডাউন) না মেনে দোকান খোলা ও মালামাল বিক্রির অভিযোগে ১৫টি কাপড়ের দোকান সাময়িক বন্ধ করে দেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ দোকানগুলো বন্ধ থাকবে বলে জানানো হয়। 

এ সময় উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মবিন সুজন প্রধান, নারায়ণপুর বাজার বণিক ও জনকল্যাণ সমিতির  সভাপতি সফিকুল ইসলাম স্বপন মজুমদার, সাধারণ সম্পাদক ও খাদেরগাঁও ইউপি চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর হোসেন রিপন, স্যানেটারি ইন্সপেক্টর গাজী মোঃ খোরশেদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক বলেন, জনসমাগমে করোনা ভাইরাস সংক্রমণ দিন দিন বাড়ছে। লকডাউন কার্যকর করতে অভিযানে দোকান খোলা রাখায় তা বন্ধ করে দেয়া হয়।

ইত্তেফাক/আরকেজি