১৮ দোকানদারকে দেড় লাখ টাকা জরিমানা

কাপড়ের দোকানে অভিযান। ছবি-ইত্তেফাক
ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) সংবাদদাতা০২:৩২, ২২ মে, ২০২০ | পাঠের সময় : ০.৪ মিনিট
ফুলবাড়ীয়া পৌর সদর বাজারে স্বাস্থ্য বিধি না মানায় ও করোনা সংক্রমণ বিস্তারে সহযোগিতা করায় ১৮ দোকানদারকে ৪টি মামলা ও ১লাখ ৫৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল ইসলাম প্রিন্স এ জরিমানা করেন।
বৃহস্পতিবার দুপুরে পৌর সদর বাজারে সেনা বাহিনী, র্যাব-১৪ ও পুলিশ সদস্যদের যৌথ সহযোগিতায় সরকার প্লাজা ও আশপাশের কাপড়ের দোকান ও একটি ইলেক্টনিক্স দোকানে এ অভিযান পরিচালিত হয়। এ সময় র্যাবের এএসপি জোনাঈদ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/আরকেজি