শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ধর্ষণ মামলায় হাইকোর্টে জামিন চেয়েছেন বগুড়ার সেই তুফান 

আপডেট : ২০ জুন ২০২০, ১৭:২৫

ধর্ষণ মামলায় বগুড়ার বহিষ্কৃত শ্রমিক লীগ নেতা তুফান সরকার হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেছেন। বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের নেতৃত্বাধীন হাইকোর্টের একক ভার্চুয়াল বেঞ্চে রবিবার এ আবেদনের শুনানি হতে পারে।

এর আগেও তুফান সরকার হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেছিলেন। তখন হাইকোর্ট জামিন আবেদন খারিজ করে দিয়ে মামলাটি ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতে বিচারিক আদালতকে নির্দেশনা দিয়েছিলো। কিন্তু মামলা নিষ্পত্তি হয়নি। 

আরো পড়ুন : সিরাজগঞ্জে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে কামাল লোহানীকে

২০১৭ সালের ১৭ জুলাই বগুড়ায় কলেজ ভর্তিচ্ছু এক মেয়েকে ধর্ষণ ও তার মাকে নির্যাতন করেন তুফান সরকার ও তার লোকজন। এ ঘটনায় করা মামলায় পুলিশ ১১ জনকে গ্রেফতার করে। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা বগুড়া সদর থানার ওসি (অপারেশনস) আবুল কালাম আজাদ ২০১৭ সালের ১০ অক্টোবর পৃথক দুটি ধারায় ওই মামলায় আদালতে চার্জশিট দাখিল করেন। ইতিমধ্যে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত।


ইত্তেফাক/ইউবি