শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ময়ূর-২ লঞ্চের কর্মচারী সালাম তিনদিনের রিমান্ডে

আপডেট : ০৭ জুলাই ২০২০, ১৮:৪২

বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় ময়ূর-২ লঞ্চের কর্মচারী আব্দুস সালামকে ৩ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। ঢাকার সিনিয়র চিফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট মিশকাত শুকরান এ রিমান্ড মঞ্জুর করেন।

আজ মঙ্গলবার আব্দুস সালামকে ঢাকার সিনিয়র চিফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে নৌ পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের জন্য তার বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সদর ঘাট নৌ থানার পুলিশের উপ-পরিদর্শক শহিদুল ইসলাম। শুনানি শেষে বিচারক এ রিমান্ড মঞ্জুর করেন। আজ সকালে সুত্রাপুর থানার লাল কুটির ঘাট থেকে তাকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, ২৯ জুন সকাল সাড়ে ৯টার দিকে মুন্সীগঞ্জ থেকে ছেড়ে আসা দোতলা মর্নিং বার্ড লঞ্চটি সদরঘাট কাঠপট্টি এলাকায় চাঁদপুরগামী ময়ূর-২ লঞ্চের ধাক্কায় এটি ডুবে যায়। এ ঘটনায় ডুবে যাওয়া মর্নিং বার্ড লঞ্চের ৩৪ জন যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়।

লঞ্চ ডুবির ঘটনায় নৌপুলিশ সদরঘাট থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শামসুল বাদি হয়ে সাত জনের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা করেন। এ মামলায় অজ্ঞাতানামা আরো ৫ থেকে ৭ জনকে আসামি করা হয়। বাসস

ইত্তেফাক/কেকে