বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সপ্তাহের ৫ দিনই বিচার অনুষ্ঠিত হবে আপিল বিভাগে

আপডেট : ১৪ জুলাই ২০২০, ১৮:৩৩

আগামী রবিবার থেকে সপ্তাহের পাঁচ দিনই বসবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ভার্চুয়াল পদ্ধতিতে চলবে দেশের সবোর্চ্চ এই আদালতের বিচার কাজ। আজ মঙ্গলবার এ সংক্রান্ত নির্দেশনা জারি করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। 

এর আগে দেয়া এক নির্দেশনায় বলা হয়েছিলো, সপ্তাহের সোম ও বৃহস্পতিবার দুইদিন আপিল বিভাগে বিচার কাজ অনুষ্ঠিত হবে। সেই হিসাবে গত সোমবার প্রথমবারের মত ভার্চুয়ালি বসে বিচার কাজ পরিচালনা করে আপিল বিভাগ। ওইদিন দুটি মামলা নিষ্পত্তি করা হয়।

আজ সর্বশেষ নির্দেশনায় বলা হয়েছে, দেশব্যাপী কোভিড-১৯ এর সংক্রমণ রোধকল্পে এবং শারীরিক উপস্থিতি ব্যতিরেকে আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন এবং প্রাকটিস ডাইরেকশন অনুসরণ করে শুধু ভার্চুয়াল পদ্ধতিতে আপিল বিভাগের স্বাভাবিক বিচারকার্য পরিচালিত হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সপ্তাহের রবি হতে বৃহস্পতিবার সকাল ১০ টা হতে দুপুর ১ টা ১৫ মিনিট পর্যন্ত শুনানি গ্রহণ করা হবে। ওই দিনগুলোতে সুপ্রিম কোর্টের দৈনন্দিন নিয়মিত স্বাভাবিক কার্যক্রম পরিচালিত হবে বলে ওই নির্দেশনায় উল্লেখ করা হয়।

ইত্তেফাক/কেকে