শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রিজেন্টে টেস্টের নামে প্রতারণার শিকার রোগীদের ক্ষতিপূরণ চেয়ে রিট

আপডেট : ২৬ জুলাই ২০২০, ১৮:৩৬

রিজেন্ট হাসপাতালে করোনা টেস্টের নামে প্রতারণার শিকার রোগীদের ২৫ হাজার টাকা করে ক্ষতিপূরণ প্রদানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

রিটে যেসব হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে করোনা টেস্ট করা হচ্ছে সেগুলোর তালিকা এবং স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য লাইসেন্সপ্রাপ্ত হাসপাতালের নাম ও সংখ্যা প্রকাশ, করোনা টেস্ট এবং চিকিৎসার হাসপাতালগুলো মনিটরিংয়ে প্রত্যেক থানা পর্যায়ে কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে। মানবাধিকার সংগঠন চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশনের পরিচালক ইশরাত হাসান এ রিট দাখিল করেন। এতে স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে বিবাদী করা হয়েছে।  

আরো পড়ুনঃ সিভিএফ দূত মনোনীত হওয়ায় সায়মা ওয়াজেদ পুতুলকে আইনমন্ত্রীর অভিনন্দন

গত ১৯ জুলাই রিজেন্ট হাসপাতালে করোনা টেস্টের ভুয়া সনদে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রকাশ চেয়ে সরকারকে আইনি নোটিশ পাঠান ব্যারিস্টার আব্দুল হালিম। কিন্তু নোটিশের জবাব না পেয়ে এ রিট করা হয়। প্রসঙ্গত রিজেন্ট হাসপাতালে করোনা টেস্ট না করেই রোগীদের সার্টিফিকেট দেওয়া হত। এই অভিযোগে হাসপাতালের এমডি মো. সাহেদকে গ্রেফতার করা হয়।

ইত্তেফাক/এমএএম