শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নিয়মিত কোর্ট খুলে দিতে প্রধান বিচারপতিকে আবারো চিঠি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির

আপডেট : ২৭ জুলাই ২০২০, ১৯:০৫

নিয়মিত কোর্ট চালুর দাবি জানিয়ে আবারো প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। গতকাল রবিবার (২৬ জুলাই) সমিতির কার্যনির্বাহী কমিটির পক্ষে সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এ চিঠি দেন।

এতে বলা হয়েছে, নিয়মিত আদালত চালুর বিষয়ে আইনজীবী সমিতির পক্ষ থেকে সুনির্দিষ্ট অভিমত জানানো হলেও এ বিষয়ে সুপ্রিম কোর্ট অদ্যাবধি কোন পদক্ষেপ গ্রহণ করেছেন কিনা, সে বিষয়ে আমরা অবগত নই। নিয়মিত আদালত চালুর পূর্ব প্রস্তুতি গ্রহণের বিষয়ে যেসব প্রস্তাবনা দিয়েছিলাম, তা বিবেচনাযোগ্য কিনা তাও আমরা জানতে পারিনি।

আরো পড়ুনঃ গাছের চারা রোপণ করে মন্দিরের জমি দখলের চেষ্টা

এছাড়া অস্থায়ী ভিত্তিতে চালু থাকা ভার্চুয়াল আদালতে সময়ের সীমাবদ্ধতা, মামলা দায়ের, লিস্টে আনা এবং আদেশ প্রেরণের ক্ষেত্রে আইনজীবীরা যেসব প্রক্রিয়াগত সমস্যার সম্মুখীন হচ্ছেন তার কোন দৃশ্যমান সমাধান আমরা পাইনি। তাই আইনজীবী সমিতির কার্যকরী কমিটির প্রস্তাবনার আলোকে অনতিবিলম্বে নিয়মিত আদালত চালুর বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে আপনি উদ্যোগ নেবেন এটাই প্রত্যাশা।

প্রসঙ্গত গত ৮ জুলাই কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক নিয়মিত কোর্ট খুলে দিতে প্রধান বিচারপতিকে অনুরোধ জানিয়ে প্রথমবারের মত চিঠি দিয়েছিলো সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। কিন্তু ওই চিঠির ভিত্তিতে কোন সিদ্ধান্ত না পেয়ে আবারো চিঠি দিয়েছে আইনজীবী সমিতি।


ইত্তেফাক/এমএএম