শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বাল্যবিয়ে: কাজীর ৬ মাসের জেল

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২০, ১১:০৮

কালীগঞ্জ উপজেলার সোনারহাট থেকে বড়দিঘীরপাড়ের নবম শ্রেণির এক ছাত্রীকে বিয়ে করতে আসায় আশরাফুল ইসলাম (২১) নামে এক যুবককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলার উঃ দলগ্রাম বড়দিঘীর পাড় এলাকায় রবিবার রাত ঘটনাটি ঘটেছে।

সেই সাথে বাল্যবিয়ে পড়ানোর অভিযোগে দলগ্রাম ইউনিয়নের কাজী আবু হানিফকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রবিউল হাসান।

জানাগেছে, বড়দিঘীরপাড় এলাকায় বাল্য বিয়ের আয়োজন চলছিল এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার রবিউল হাসান পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাল্যবিয়ে রেজিঃ করার অপরাধে কাজী আবু হানিফকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও বরের ৫ হাজার টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার রবিউল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এধরণের অভিযান অব্যাহত থাকবে।

ইত্তেফাক/আরকেজি