শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

চাটমোহরে কারখানা সিলগালা ও জরিমানা

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ০৮:৫৩

পাবনার চাটমোহরে একটি কেমিক্যাল কারখানায় অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা আদায় ও কারখানাটি সিলগালা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে এ অভিযান চালানো হয়।

র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানী কমান্ডার আমিনুল কবীর তরফদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের খৈরাশ ভাঙ্গাপাড়া গ্রামে একটি অবৈধ কারখানায় অভিযান চালায় র‌্যাব-১২ পাবনা ক্যাম্প ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা অফিস। ‘নাবহান কেমিক্যাল ইন্ড্রাট্রিজ’ নামের ওই প্রতিষ্ঠানে অভিযান চালায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-১২, সিপিসি-২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল কবীর তরফদার ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মোঃ আঃ সালাম। এসময় ভেজাল পণ্য উৎপাদন, সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য না থাকা, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্যাকেটজাত করাসহ কোন প্রকার অনুমোদন না থাকায় নাবাহান কেমিক্যাল ইন্ড্রাট্রিজের মালিক খৈরাশ গ্রামের মোঃ আঃ রাজ্জাককে (৩৬) ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একইসাথে কারখানাটি সিলগালা করা হয়।  


ইত্তেফাক/আরকেজি