শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

এনু-রূপনকে কেন জামিন নয়: হাইকোর্ট

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২০, ০৩:৫৩

অবৈধ সম্পদ অর্জনের দুইটি মামলায় ক্যাসিনো কাণ্ডের অন্যতম হোতা গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের বহিষ্কৃত সহসভাপতি এনামুল হক এনু ও যুগ্ম সম্পাদক রূপন ভূঁইয়ার জামিন প্রশ্নে রুল জারি করেছে হাইকোর্ট। রুলে তাদের কেন জামিন দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে। 

গতকাল মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে আইনজীবী মো. খুরশিদ আলম খান, রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক ও জামিন আবেদনের পক্ষে সৈয়দ মামুন মাহবুব শুনানি করেন।

গত ১৫ জুন পৃথক দুই মামলায় এ দুই ভাইয়ের জামিন আবেদন নামঞ্জুর করেন ঢাকা মহানগর সি?নিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ। এরপর তারা হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন।

ইত্তেফাক ইউবি