শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আল্লামা শফীকে নিয়ে কটূক্তি, রিমান্ডে আলাউদ্দিন জিহাদী

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২০, ২০:৪৯

হেফাজতে ইসলামের প্রয়াত আমির আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যু নিয়ে ফেসবুকে কটূক্তি করায় গ্রেফতার আলাউদ্দিন জিহাদীর রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার বিকালে আলাউদ্দিন জিহাদীকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন বাদী পক্ষের আইনজীবী।

শুনানি শেষে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফতাবুজ জামানের আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরো পড়ুন: ডাকসু ভিপি নুরসহ ছয়জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা

রবিবার সকাল ১০টায় নারায়ণগঞ্জের ফতুল্লার মাহমুদপুর এলাকা থেকে  ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আলাউদ্দিন জিহাদীকে গ্রেফতার করে পুলিশ।  তিনি আহলে সুন্নত ওয়াল জামায়াতের উপদেষ্টা।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ বলেন, আল্লামা শফীকে নিয়ে উনার ফেসবুক পেজে কটূক্তিসহ অসঙ্গতিপূর্ণ মন্তব্য করেন আলাউদ্দিন জিহাদী। এ কারণে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

নারায়ণগঞ্জের হেফাজতে ইসলামের নেতা কামাল উদ্দিন দাইমী ফতুল্লা থানায় এই মামলা দায়ের করেন। 

ইত্তেফাক/জেডএইচ