বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ডিআইজি প্রিজন বজলুর রশিদের সম্পত্তি ক্রোকের নির্দেশ

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২০, ০১:৩৩

অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাময়িক বরখাস্ত কারা অধিদপ্তরের উপমহাপরিদর্শক বজলুর রশিদের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক ইকবাল হোসেন গতকাল মঙ্গলবার এই আদেশ দেন। দুদকের পক্ষ থেকে বজলুর রশিদের ক্রয় করা অ্যাপার্টমেন্ট ও এর জন্য পরিশোধিত ৩ কোটি ৮ লাখ টাকার দুইটি অ্যাকাউন্ট জব্দের জন্য আদালতে আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক সেই আবেদন মঞ্জুর করেন। তবে তার জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে। একই সঙ্গে অভিযোগ গঠন শুনানি পিছিয়ে ২২ অক্টোবর ধার্য করা হয়।

গত ২৬ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক মো. নাসির উদ্দীন অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে বলা হয়েছে, বজলুর রশিদ রূপায়ণ হাউজিং স্টেট থেকে ঢাকার সিদ্ধেশ্বরী রোডের ৫৫/১ (পুরাতন) ৫৬/৫৭ (নতুন) নির্মাণাধীন স্বপ্ন নিলয় প্রকল্পের প্রায় ৩ হাজার বর্গফুট আয়তনের অ?্যাপার্টমেন্ট ক্রয় করেন।

অ্যাপার্টমেন্টের মূল্যবাবদ ৩ কোটি ৮ লাখ টাকা পরিশোধও করেছেন। এই অ্যাপার্টমেন্ট ক্রয়বাবদ বজলুর যে টাকা পরিশোধ করেছেন, এর সপক্ষে কোনো বৈধ উত্স দেখাতে পারেননি তিনি।

ইত্তেফাক/এসি