শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

‘আইন অঙ্গনে মাহবুবে আলমের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে’

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২০, ২২:৩৪

অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুব আলমের মৃত্যুতে দেশের বরেণ্য পেশাজীবীদের পক্ষ থেকে এক বিবৃতি দেয়া হয়েছে। বিবৃতিতে তারা বলেছেন, ওনার মত মানুষের মৃত্যুতে দেশ একজন, স্বাধীনতা, মুক্তিযুদ্ধের সিপাহসালারকে হারালো। আইন অঙ্গনে মাহবুবে আলমের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণে করবে। আমরা হারালাম একজন নিবেদিত পেশাজীবী নেতাকে। বিবৃতিতে মরহুমের পরিবারের প্রতি ও সমবেদনা জানানো হয়।

বিবৃতি দাতারা হলেন, পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি সাবেক বিচারপতি এএফএম মেজবাহ উদ্দিন, মহাসচিব প্রফেসর ডা. কামরুল হাসান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. আখতারুজ্জামান, সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ সংবাদ সংস্থার চেয়ারম্যান প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাসিম, অ্যাডভোকেট রেজাউর রহমান,  প্রফেসর ডা. কনক কান্তি বড়ুয়া, অ্যাডভোকেট এম আমীন উদ্দিন, প্রফেসর ড. এম অহিদুজ্জামান, কৃষিবিদ প্রফেসর  সাইদুল হক চৌধুরী, প্রফেসর ডা. ইকবাল আর্স নাল, অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ, ড. নুর মোহাম্মদ তালুকদার।

সাংবাদিক ওমর ফারুক, ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, অ্যাড কাজী নজিবুল্লাহ হীরু, অ্যাড মোতাহার হোসেন সাজু, অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিক, ড.কৃষিবিদ সাইদুর রহমান সেলিম, প্রফেসর ডা.উত্তম কুমার বড়ুয়া, অধ্যক্ষ হান্নানা বেগম,ইঞ্জিনিয়ার মনজুরুল ইসলাম মঞ্জু,  অ্যাড মুখলেসুর রহমান বাদল,  সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল, সাংবাদিক মোল্লা জালাল, অ্যাড আনিসুর রহমান দীপু, ড. অ্যাড মমতাজ উদ্দিন মেহেদী, সাংবাদিক শাবান মাহমুদ, সাংবাদিক আব্দুল কুদ্দুস আফ্রাদ, অধ্যক্ষ আসাদুল হক, অধ্যক্ষ এম এ সাত্তার, ইঞ্জিনিয়ার মো. হোসেন, সাংবাদিক শাহনাজ বেগম, সাংবাদিক জয়ন্ত আচার্য, অধ্যাপক মিজানুর রহমান শেলী, প্রফেসর ড. কামরুজ্জামান,অধ্যক্ষ ফয়েজ হোসেন, ইঞ্জিনিয়ার মনির হোসেন,কৃষিবিদ মিজানুর রহমান,সাংবাদিক ইউসুফ বাবলু প্রমুখ নেতৃবৃন্দ।

ইত্তেফাক/এমআর