শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বড়লেখায় টিলা কাটার অভিযোগে দুজনকে ১ লাখ টাকা জরিমানা

আপডেট : ১৬ অক্টোবর ২০২০, ০৭:২৬

বড়লেখা উপজেলার করমপুর গ্রামে অবৈধভাবে টিলার মাটি কাটার অভিযোগে দুইজনেকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নুসরাত লায়লা নীরা এই দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- জুড়ী উপজেলার ফুলতলা বাজার এলাকার মৃত আব্দুল মন্নানের ছেলে আব্দুল মুমিন (৩৩) ও উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের করমপুর গ্রামের স্বপন আলীর ছেলে তুহেল (৩২)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে করমপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান হয়। অভিযানকালে টিলার মাটি কেটে ট্রাকে উঠানোর সময় হাতেনাতে আব্দুল মুমিন ও তুহেলকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যব্যস্থাপনা আইনে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে শাহবাজপুর তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক (এসআই) রতন কুমার হালদার প্রমুখ সহায়তা করেন।


ইত্তেফাক/আরকেজি