বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কুড়িগ্রামে হত্যা মামলায় এক ব্যক্তির মৃত্যুদণ্ড

আপডেট : ২০ অক্টোবর ২০২০, ২০:০৬

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সালিশ বৈঠকে প্রতিপক্ষ আমিনুর ইসলামকে (২৩) হত্যা মামলায় মাহালম মিয়া (৪৮) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আব্দুল মান্নান এই দণ্ডাদেশ প্রদান করেন। 

 

অভিযোগ ও আদালত সূত্রে জানা যায়, ২০০৮ সালের ২৫ জানুয়ারি নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের কুটি বামনডাঙ্গা গ্রামে স্থানীয়দের উপস্থিতিতে সালিশ বৈঠক চলছিল। বৈঠক চলাকালীন মাহালম মিয়া নিজের সঙ্গে রাখা দা দিয়ে প্রতিপক্ষ আমিনুর ইসলামের মাথায় ও বাহুতে কোপ দিলে গুরুতর আহত হন আমিনুর। পরে গুরুতর আহত আমিনুর ইসলামকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ সময় সালিশ বৈঠকের লোকজন মাহালমকে আটক করে পুলিশে সোপর্দ করে।

আরো পড়ুন : দাফনের সময় নড়ে ওঠে শিশুকে বাঁচানো হবে ‘মিরাকল’

দীর্ঘ এক যুগ পর মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ মো. আব্দুল মান্নানের আদালতে একমাত্র আসামি মাহালমের অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন। মাহালম মামলা চলমান সময়ে জামিন পেয়ে পলাতক রয়েছে। 

 

ইত্তেফাক/ইউবি