মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রংপুরে গৃহকর্মী ধর্ষণ মামলায় গৃহকর্তার যাবজ্জীবন

আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ২২:৩০

রংপুরে কিশোরী গৃহকর্মীকে ধর্ষণের দায়ে এক যুগ পর গৃহকর্তা নয়া মিয়াকে (৪৭) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

মঙ্গলবার বিকেলে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২ এর বিচারক রোকনুজ্জামান এ রায় দেন। দীর্ঘ ১৩ বছর পর মামলার রায় ঘোষণার সময় অভিযুক্ত নয়া মিয়া আদালতে উপস্থিত ছিলেন না। 

মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, রংপুরের পীরগাছা উপজেলার ফকিরান এলাকার এক দিনমজুর পরিবারের কিশোরী মেয়ে পার্শ্ববর্তী নয়া মিয়ার বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন। ২০০৭ সালের ১৪ এপ্রিল ওই কিশোরীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে নয়া মিয়া। এ ঘটনায় মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। পরে একই বছরের ২১ অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন আইনে পীরগাছা থানায় মামলা করে ধর্ষিতা কিশোরী। এতে নয়া মিয়াকে আসামি করা হয়। দীর্ঘ ১৩ বছর মামলার বিচারকার্য চলার পর মঙ্গলবার এর রায় ঘোষণা করেন বিচারক।

ইত্তেফাক/ইউবি