শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ব্যাংকার স্ত্রীর মামলায় কারাগারে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা

আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ২৩:৪১

রংপুরে স্ত্রীর যৌতুকের দাবির মামলায় স্বামী বাংলাদেশ ব্যাংক রংপুর কার্যালয়ের কর্মকর্তা মামুনুর রহমান মামুনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে মামুন জামিনের আবেদন করলে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানের নির্দেশ দেন রংপুরের চিফ জুডিশয়াল ম্যাজিস্ট্রেট শওকত আলী । 

মামলার অভিযোগে যায়, মামলার বাদি রূপালি ব্যাংকের সিনিয়র অফিসার মাফরুহা আখতারের সঙ্গে মামুনের ১১ বছর আগে বিয়ে হয়। বাদির অভিযোগ, স্বামী ঠুনকো ঘটনায় তাকে মারধর করতো। বাড়ির তৃতীয় তলা নির্মাণের জন্য মামুন ২০ লাখ টাকা স্ত্রীর কাছে দাবি করেন। ওই টাকা দিতে অস্বীকৃতি জানালে চলতি বছরের ২১ মে তারিখে মারধর ও গলাটিপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে।  পরে গভীর রাতে ৪ বছরের কন্যা সন্তানসহ বাসা থেকে বের করে দেয়। 

বাদি পক্ষের আইনজিবী পিপি অ্যাড. আব্দুল মালেক ও অ্যাড. রইছ উদ্দিন বাদশা জানান, আসামি পক্ষের বিরুদ্ধে প্রমাণগুলো নিশ্চিত করে তিনি একজন নারী নির্যাতনকারী। 

ইত্তেফাক/এসি