বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

এএসপি শিপন হত্যা মামলায় জামিন পাননি ফাতেমা খাতুন

আপডেট : ২৬ নভেম্বর ২০২০, ২০:৫৫

সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিম শিপন হত্যা মামলায় রাজধানীর মাইন্ড এইড হাসপাতালের পরিচালক ফাতেমা খাতুনকে জামিন দেয়নি আদালত। 

বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মো. নোমান আসামির জামিন আবেদন খারিজ করে দেন। এর আগে গত ২৩ নভেম্বর ঢাকার আরেকটি আদালত আসামিকে জামিন দেয়নি।

আরো পড়ুন : বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ধৃষ্টতা দেখালে জবাব দেবে ছাত্রলীগ 

গত ৯ নভেম্বর দুপুর পৌনে ১২টায় মানসিক সমস্যা নিয়ে মাইন্ড এইড হাসপাতালে যান এএসপি আনিসুল করিম। পরে তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেন ওই হাসপাতালের কর্মচারীরা। এ ঘটনায় শিপনের বাবা বাদি হয়ে আদাবর থানায় ১৫ জনকে আসামি করে মামলা করেন। 

 

ইত্তেফাক/ইউবি