শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

জামিন পেলেন বহিষ্কৃত যুবলীগ নেতা আনিসের স্ত্রী

আপডেট : ২৯ নভেম্বর ২০২০, ১৮:৩৫

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় যুবলীগের বহিষ্কৃত দফতর সম্পাদক কাজী আনিসুর রহমানের স্ত্রী সুমি রহমান আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। 

রবিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন সুমি রহমান। তার পক্ষে জামিন শুনানি করেন অ্যাডভোকেট শাহিনুর ইসলাম। দুদকের পক্ষে মীর আহাম্মেদ আলী সালাম জামিনের বিরোধিতা করেন। 

উভয়পক্ষের শুনানি শেষে আদালত আগামী ধার্য তারিখ ২ ডিসেম্বর পর্যন্ত তাকে অন্তর্বর্তীকালীন জামিনের আদেশ দেন। 

আরো পড়ুন : উত্তাল ফ্রান্স, বিভিন্ন শহরে বিক্ষোভ

উল্লেখ্য, গত বছর ২৯ অক্টোবর দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ কাজী আনিসুর রহমান এবং তার স্ত্রী সুমি রহমানের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেন সংস্থাটির উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান। মামলার এজাহারে কাজী আনিসের বিরুদ্ধে ১২ কোটি ৮০ লাখ ৬০ হাজার ৯২০ টাকা এবং তার স্ত্রীর বিরুদ্ধে ১ কোটি ৩১ লাখ ১৬ হাজার ৫০০ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

 

ইত্তেফাক/ইউবি