শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ 

সাইফুর ও রনির বিরুদ্ধে এবার অস্ত্র আইনে চার্জশিট 

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২০, ১৬:৫৯

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ মামলায় ৮ আসামিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। এর মধ্যে গণধর্ষণ মামলার প্রধান আসামি সাইফুর রহমান ও আরেক আসামি শাহ মো. মাহবুবুর রহমান রনির বিরুদ্ধে অস্ত্র আইনের মামলায় আরেকটি চার্জশিট দিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে বৃহস্পতিবার সকালে সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে নববধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৮ জনকে অভিযুক্ত করে সিলেট মেট্রোপলিটন আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে পুলিশ। 

আরো পড়ুন : জীবন পালটে যাচ্ছে সেই আসল 'মোগলি'র 

গত ২৫ সেপ্টেম্বর রাতে সিলেটের বালুচর এলাকার এমসি কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন এক গৃহবধূ (২৫)। বন্ধ থাকা ছাত্রাবাসে তুলে নিয়ে স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে ধর্ষণ করা হয়। এসময় তাদের মারধর করে টাকাপয়সাও ছিনিয়ে নেয় ধর্ষকরা। ঐ রাতেই নির্যাতিতার স্বামী বাদী হয়ে নগরীর শাহপরান থানায় মামলা করেন। এ ঘটনার পর দেশজুড়ে ধর্ষণ-বিরোধী তীব্র আন্দোলন শুরু হয়। জনমতের চাপ মৃত্যুদণ্ডের বিধান রেখে ধর্ষণ-বিরোধী আইনও সংশোধন করে সরকার।

 

ইত্তেফাক/ইউবি