বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

হবিগঞ্জে বিএনপি প্রার্থীসহ ৪৮ নেতাকর্মীর জামিন

আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ১৬:৩০

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন বিভিন্ন কেন্দ্রে হামলা, নির্বাচনী কাজে আইনশৃঙ্খলা বাহিনীকে বাঁধা, গাড়ি ভাঙচুরসহ কয়েকটি অভিযোগে হবিগঞ্জে দায়েরকৃত পৃথক চারটি মামলায় ঐক্যফ্রন্ট প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক জি কে গউছসহ ৪৮ জন বিএনপি নেতাকর্মীকে জামিন দিয়েছে হাইকোর্ট।
 
আজ রবিবার বিচারপতি মোহাম্মদ আব্দুল হাফিজ ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত বেঞ্চ তাদের চার সপ্তাহের আগাম জামিন দেয়। এর আগে তারা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। তাদের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, অ্যাডভোকেট মাসুদ রানা, অ্যাডভোকেট আমিনুল ইসলাম, অ্যাডভোকেট সুফিয়া আক্তার হেলেন, অ্যাডভোকেট শামছুল ইসলাম ও অ্যাডভোকেট হারুনুর রশিদ।

আরও পড়ুন: অতীতের সরকারগুলোর মদদে দেশ জঙ্গিবাদের কবলে পড়েছিল : প্রধানমন্ত্রী

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর ভোটের দিন হবিগঞ্জ শহরের জেকে এন্ড এইচকে হাইস্কুল ভোট কেন্দ্র, যশেরআব্দা এলাকায় সওদাগর কৃষ্ণধন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র ও শহরতলীর তেতৈয়া ভোট কেন্দ্রে পুলিশের ওপর হামলা, নির্বাচনী কাজে আইনশৃঙ্খলা বাহিনীকে বাঁধা, গাড়ি ভাঙচুর ও মারপিটসহ বিভিন্ন অভিযোগে হবিগঞ্জ সদর থানায় চারটি মামলা দায়ের করা হয়। আওয়ামী লীগের কয়েকজন সমর্থক বাদী হয়ে মামলাগুলো দায়ের করেন।

ইত্তেফাক/কেকে