শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নীলাদ্রি হত্যা: বহিষ্কৃত মেজর জিয়ার সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

আপডেট : ১২ জানুয়ারি ২০২১, ২৩:০২

ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় ওরফে নিলয় নীল হত্যা মামলায় বহিষ্কৃত মেজর সৈয়দ মো. জিয়াউল হক জিয়ার সম্পত্তি বাজেয়াপ্তের (ক্রোক) আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডল এ আদেশ দেন।

একই সঙ্গে আগামী ১১ ফেব্রুয়ারি এ সংক্রান্ত প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য করেন আদালত। এর আগে গত ৬ অক্টোবর মেজর জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

মামলার অপর আসামিরা হলেন- মো. মাসুম রানা, সাদ আল নাহিন, মো. কাওসার হোসেন খান, মো. কামাল হোসেন সরদার, মাওলানা মুফতি আব্দুল গফফার, মো. মর্তুজা ফয়সাল সাব্বির, মো. তারেকুল আলম ওরফে তারেক, খায়রুল ইসলাম ওরফে জামিল ওরফে রিফাত ওরফে ফাহিম ওরফে জিসান, আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাহাব, মোজাম্মেল হোসেন সায়মন, মো. আরাফাত রহমান ও মো. শেখ আব্দুল্লাহ ওরফে জুবায়ের।

আরো পড়ুন : পি কে হালদারের ভুয়া চার প্রতিষ্ঠানের ৯৬০ কোটি টাকা জব্দ

গত ৪ অক্টোবর মামলায় মেজর জিয়াসহ ১৩ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা রমনা জোনাল টিমের পুলিশ পরিদর্শক শাহ মো. আক্তারুজ্জামান ইলিয়াস।

২০১৫ সালের ৭ আগস্ট রাজধানীর খিলগাঁওয় গোড়ানের ১৬৭ নম্বর বাড়ির পঞ্চম তলায় ভাড়া বাসায় খুন হন নিলয়।  ওইদিন রাত সাড়ে ১১টার দিকে নিলয়ের স্ত্রী অজ্ঞাতপরিচয় ৪ জনকে আসামি করে খিলগাঁও থানায় হত্যা মামলা করেন।

 

ইত্তেফাক/ইউবি/এএএম