শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

‘পুরুষ বলাৎকার’কে ধর্ষণের অপরাধভুক্ত করে দণ্ডবিধির ধারা সংশোধন চেয়ে রিট

আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ১৪:১৮

দণ্ডবিধির ৩৭৫ ধারায় ‘নারী ধর্ষণ’-এর অপরাধের পাশাপাশি ‘পুরুষ বলাৎকার’-কে অপরাধ হিসেবে যুক্ত ও এই ধারার সংশোধন চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী ও মানবাধিকার কর্মী তাসমিয়া নূহাইয়া আহমেদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক ড. মাসুম বিল্লাহ এবং সমাজকর্মী ড. সৌমেন ভৌমিক সম্প্রতি এ রিট করেন। ওই রিটে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব ও পুলিশের আইজিকে বিবাদী করা হয়েছে।

রিটকারী পক্ষের আইনজীবী ব্যারিস্টার তাপস কান্তি বল বলেন, ‘সম্প্রতি দেশে ছেলে শিশু তথা পুরুষকে যৌন নির্যাতন ও বলৎকারের ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে। কিন্তু এই ধরনের নির্যাতনকে ধর্ষণের অপরাধ হিসেবে বিচার করা যাচ্ছে না।

তাই দণ্ডবিধির ৩৭৫ ধারায় সংশোধন এনে ‘নারী ধর্ষণ' এর অপরাধের পাশাপাশি অপরাধ হিসেবে ‘পুরুষ বলাৎকার'-এর বিষয়টিকে যুক্ত করার আবেদন করা হয়েছে।

ইত্তেফাক/জেডএইচডি