শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কাকরাইলে মা-ছেলে হত্যা: ৩ আসামির মৃত্যুদণ্ড

আপডেট : ১৭ জানুয়ারি ২০২১, ১৩:২২

রাজধানীর কাকরাইলে বহুল আলোচিত মা-ছেলে হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে স্বামী, চলচ্চিত্র প্রযোজক, পেঁয়াজ ব্যবসায়ী আব্দুল করিম ও তার দ্বিতীয় স্ত্রী কথিত মডেল শারমিন আক্তার মুক্তা ও শ্যালক আল আমিন জনিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। 

রবিবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলমের আদালত এ রায় ঘোষণা করেন।

২০১৭ সালের ১ নভেম্বর কাকরাইলের পাইওনিয়ার গলির ৭৯/১ নম্বর বাসায় আবদুল করিমের প্রথম স্ত্রী শামসুন্নাহার করিম (৪৬) ও তার ছেলে শাওনকে (১৯) হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার পরদিন রাতে নিহত শামসুন্নাহারের ভাই আশরাফ আলী বাদী হয়ে রমনা থানায় মামলা দায়ের করেন।

ইত্তেফাক/এএএম