শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বায়ুদূষণ কমাতে বন্ধ ৫৯ ইটভাটা

আপডেট : ১৮ জানুয়ারি ২০২১, ১২:৫৯

বায়ুদূষণের জন্য দায়ী ঢাকা ও এর আশপাশে জেলায় অবৈধভাবে গড়ে উঠা ৫৯টি ইটভাটার কার্যক্রম বন্ধ করেছে পরিবেশ অধিদফতর। এর মধ্যে ঢাকা জেলায় ৬টি, গাজীপুরে ৩৪টি, নারায়ণগঞ্জে ১১টি ও মুন্সিগঞ্জ জেলায় ৮টি অবৈধ ইটভাটা রয়েছে। এসব ইটভাটা থেকে জরিমানা আদায় করা হয়েছে ১ কোটি ৭৮ লাখ টাকা।

আজ সোমবার হাইকোর্টে এই প্রতিবেদন দাখিল করে পরিবেশ অধিদফতর।

ওই প্রতিবদনে আরও বলা হয়েছে, টায়ার পাইরোলাইসিস ও ব্যাটারি রিসাইক্লিং ২ টি কারখানা বন্ধ করা হয়েছে। এছাড়া বায়ু দূষণের জন্য দায়ী গাড়ির কালো ধোয়া, অপরিকল্পিত নির্মাণ সামগ্রী রাস্তায় ফেলে রাখা, বায়ু দূষণকারী ইটভাটা ও ব্যাটারি রিসাইক্লিং কারখানায় অভিযান চালিয়ে প্রায় দুই কোটি টাকা জরিমানা আদায় করা হয়েছে। আর মামলা করা হয়েছে ১৮৯টি।

পরিবেশ অধিদফতরের প্রতিবেদনের বিষয়টি নিশ্চিত করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।

ঢাকা ও এরপাশে বায়ুদূষণ বন্ধে আইনজীবী মনজিল মোরসেদের করা রিটের প্রেক্ষিতে তিন মাস অন্তর অন্তর হাইকোর্টে রিপোর্ট দেয় পরিবেশ অধিদফতর। সর্বশেষ এই রিপোর্ট অধিদফতরের গত তিন মাসের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত পরিচালিত অভিযানের ওপর প্রণয়ন করা হয়েছে।

ইত্তেফাক/কেকে