বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হাইকোর্টে রিট

আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ১৬:১৮

দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) এ রিট করেন ভাওয়াল মির্জাপুর পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুল কাইয়ুম সরকার।

রিটে শিক্ষা সচিব, শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, উপসচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ছয়জনকে বিবাদী করা হয়েছে।

আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সময় জানালেন মন্ত্রী

বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারীর আইনজীবী ফারুক আলমগীর চৌধুরী। 

তিনি বলেন, হাইকোর্টের বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ রিটের শুনানি হতে পারে।

আরও পড়ুন:  অর্থসংকটে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান
 

ইত্তেফাক/জেডএইচ