নতুন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হলেন মোরশেদ ও মেহেদী

শেখ মোহাম্মদ মোরশেদ ও মেহেদী হাসান চৌধুরী। ছবি: ইত্তেফাক
ইত্তেফাক রিপোর্ট১৫:১৪, ২৪ জানুয়ারি, ২০২১ | পাঠের সময় : ০.৪ মিনিট
দুইজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হয়েছে। এরা হলেন-সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ মোহাম্মদ মোরশেদ ও মেহেদী হাসান চৌধুরী। রবিবার এ তথ্য নিশ্চিত করেন সলিসিটর রুনা নাহিদ আকতার।
আরও পড়ুন: বাড়ি-গাড়ি করবেন আর জনগণের স্বার্থ দেখবেন না তা হতে পারে না
এর আগে অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এএম আমিন উদ্দিন। এরপরই পদত্যাগ করেন দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজউদ্দিন ফকির ও মুরাদ রেজা। এই দুই পদ শূন্য হওয়ার পর সেখানে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসাবে নিয়োগ দিলেন রাষ্ট্রপতি।
ইত্তেফাক/এএএম