শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নিকাহ-তালাকনামার তথ্য ডিজিটালি করার নির্দেশনা চেয়ে রিট

আপডেট : ০৬ মার্চ ২০২১, ১২:০৬

কেন্দ্রীয়ভাবে ওয়েবসাইট তৈরি করে বিয়ে ও ডিভোর্সের রেজিস্ট্রেশন ডিজিটালাইজেশন করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। তিন ব্যক্তি ও একটি বেসরকারি সংস্থার সেক্রেটারির পক্ষে বৃহস্পতিবার এ রিট দায়ের করেন আইনজীবী ইশরাত হাসান।

তিনি বলেন, বিবাহ ও ডিভোর্স রেজিস্ট্রেশন ডিজিটালি না হওয়ায় ভুক্তভোগীরা অসংখ্য মামলায় জড়াচ্ছেন। তাই ছবিসহ ওয়েবসাইটে বিবাহ ও ডিভোর্সের রেজিস্ট্রেশন করা থাকলে যে কোনো পক্ষ বিয়ের আগে তা দেখে নিতে পারে। আর কমবে মামলার সংখ্যাও। ছেলেমেয়েরা সম্মানহানি থেকে বাঁচবেন।

রিট আবেদনকারীদের মধ্যে নাসিরের স্ত্রী তামিমা সুলতানা তামির প্রথম স্বামী রাকিব হাসান রয়েছেন। আবেদনে আইনসচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব, ধর্মসচিব ও বিটিআরসির চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।

ইত্তেফাক/এএএম