শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

৩ দিনের রিমান্ডে নিপুণ রায়

আপডেট : ৩০ মার্চ ২০২১, ১১:১৬

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নেত্রী নিপুণ রায় চৌধুরীসহ দুজনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ এ আদেশ দেন। রিমান্ড যাওয়া অপর আসামি হলেন আরমান হোসেন।

এদিন মামলাটির তদন্ত কর্মকর্তা হাজারীবাগ থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুদীপ কুমার বিশ্বাস তাদের আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করেন।

এ সময় আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক রিমান্ডের এ আদেশ দেন।

নাশকতার ষড়যন্ত্রের অভিযোগে রবিবার নিপুণ রায়কে ঢাকার রায়েরবাজার বাসা থেকে গ্রেফতার করে র‌্যাব। আর আরমানকে কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করে র‌্যাব। পরে নিপুণ রায় ও আরমান হোসেনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে হাজারীবাগ থানা পুলিশ।

মামলায় নিপুণ রায়ের বিরুদ্ধে মুঠোফোনের মাধ্যমে আরমান হোসেনকে নাশকতামূলক কর্মকাণ্ড করার নির্দেশনা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। নিপুণ রায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ ও বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায়চৌধুরীর মেয়ে।

ইত্তেফাক/এমআর