শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

একদিনের জন্য খুলবে সুপ্রিম কোর্টের ৩৮ বেঞ্চ

আপডেট : ১৪ জুলাই ২০২১, ১৪:৫৭

চলমান ‘বিধি-নিষেধ’শিথিলের প্রথম দিন বৃহস্পতিবার (১৫ জুলাই) হাইকোর্টে ভার্চ্যুয়ালি বিচার কাজ পরিচালানা করতে ৩৮ বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। প্রধান বিচারপতির আদেশ আজ বুধবার (১৪ জুলাই) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

এতে বলা হয়, শারীরিক উপস্থিতি ব্যতিরকে শুধু আগামী ১৫ জুলাই সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সোয়া চারটা পর্যন্ত ভার্চ্যুয়াল উপস্থিতির মাধ্যমে হাইকোর্ট বিভাগের বিচার কাজ পরিচালনার জন্য বেঞ্চসমূহ গঠন করা হলো।

‘বিধি নিষেধের’ মধ্যে বুধবার পর্যন্ত হাইকোর্টে ভার্চ্যুয়ালি তিনটি একক বেঞ্চ এবং আপিল বিভাগে বিচার কার্যক্রম চলমান রয়েছে।

ইত্তেফাক/কেকে