শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রাজারবাগ দরবারের কাজে জঙ্গি সম্পৃক্ততা আছে কি না, তদন্তের নির্দেশ

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ১১:০৫

রাজারবাগ দরবার শরীফের স্থাবর-অস্থাবর সম্পদের বিষয়ে অনুসন্ধান করতে দুদককে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এছাড়া দরবার শরীফের কর্মকাণ্ডে জঙ্গি সম্পৃক্ততা আছে কিনা কাউন্টার টেররিজম ইউনিটকে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। 

এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও মো. মোস্তাফিজুর রহমানের দ্বৈত বেঞ্চ রবিবার (১৯ সেপ্টেম্বর) এই আদেশ দেন। 

আদেশে রিট আবেদনকারী আট ব্যক্তির বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে দায়ের করা একাধিক মামলার বিষয়ে অনুসন্ধান করতে সিআইডিকে নির্দেশ দেওয়া হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন মো. শিশির মনির।


ইত্তেফাক/ইউবি