বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পিরোজপুরে অস্ত্র মামলায় এক জনের ১৭ বছর কারাদণ্ডাদেশ

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ০৩:৪৭

পিরোজপুরে একটি অস্ত্র মামলায় মো. মন্টু কবিরাজ (৩৮) নামের এক ব্যক্তিকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। 

বুধবার (২২ সেপ্টেম্বর) পিরোজপুর আদালতের স্পেশাল ট্রাইব্যুনাল-২ এর বিচারক এস এম নূরুল ইসলাম এ রায় প্রদান করেন। 

মামলায় মন্টু কবিরাজের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (এফ) ধারায় সাত বছর সশ্রম কারাদণ্ডাদেশ এবং ১৯-এ ধারায় ১০ বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। 

রায়ে বলা হয়, উভয় ধারার দণ্ড একের পর এক কার্যকর হবে। একই সঙ্গে বিচারক আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যুর নির্দেশ দেন। 

মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৬ জুন ঝালকাঠি জেলার কাঁঠালিয়া থানার একটি ডাকাতি মামলায় পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ভাণ্ডারিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করে ভাণ্ডারিয়া থানা পুলিশ। পরে তার দেওয়া তথ্য মতে অভিযান চালিয়ে একটি দেশি পাইপগান ও তিন রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করা হয়। পরবর্তীকালে পিরোজপুর আদালতে একটি মামলা হয়। ঐ মামলায় জামিন নিয়ে মন্টু পলাতক রয়েছে।

ইত্তেফাক/এমএএম