শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

জামিন পাননি সোনাগাজীর সেই ওসি মোয়াজ্জেম

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ০৯:১৫

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দণ্ডিত সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনকে জামিন দেয়নি হাইকোর্ট। পরে আদালত আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দেয়। বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ গতকাল বুধবার এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মুরাদ রেজা ও রেদওয়ান আহমেদ রানজীব। আইনজীবীরা জানান, আদালত জামিন আবেদনটি আউট অব লিস্ট করে দিয়েছেন। আমরা এখন অন্য বেঞ্চে আবেদন করব।

আদালতে ওসি মোয়াজ্জেম

ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির জবানবন্দি ভিডিও করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ায় অভিযোগে ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। ঐ মামলায় ২০১৯ সালের ২৮ নভেম্বর মোয়াজ্জেমকে আট বছরের কারাদণ্ড দেয় ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন। একই সঙ্গে তাকে ১০ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে দুটি ধারায় আরো ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন তিনি। একই সঙ্গে জামিন চেয়ে আবেদন করা হয়।

প্রসঙ্গত, গত বছর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে জামিন চেয়ে আবেদন করেছিলেন মোয়াজ্জেম। কিন্তু হাইকোর্ট তাকে জামিন দেয়নি।

ইত্তেফাক/এমআর