বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

শিশু আসামির পরিচয় প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলেন হাইকোর্ট

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৪৭

শিশু আসামির ছবি, নাম, পরিচয়, প্রকাশ পায় বা শিশুকে চিহ্নিত করা যায়, এমন প্রতিবেদন প্রকাশে গণমাধ্যমকে সতর্ক থাকতে বলেছেন হাইকোর্ট।

মঙ্গলবার একটি রিট মামলার শুনানি শেষে এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ পর্যবেক্ষণসহ এ রায় দেন।

রায়ে বলা হয়, শিশু আইনের মূল উদ্দেশ্য হলো কোনো মামলার বিচারের ক্ষেত্রে তাদের গোপনীয়তা রক্ষা করা, যা বিচারপূর্ব, বিচার চলা ও বিচার পরবর্তী সময় পর্যন্ত বোঝায়।

আরো পড়ুন: সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস, পা মাটিতে!

রায়ে আরে বলা হয়, শিশুদের মর্যাদা বজায় রাখতে হবে, যাতে তারা সংশোধন ও পুনর্বাসনের সুযোগ পায়। তাদের পরিচয় প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।

গত বছরের ৫ নভেম্বর ডেইলি স্টারে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। যার শিরোনামে ‘বয় গেটস টেন ইয়ার্স ফর কিলিং ক্লাসমেট’। প্রকাশিত প্রতিবেদনে দণ্ডিত শিশুটির পরিচয় প্রকাশ করা হয়।

ইত্তেফাক/জেডএইচ