শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কয়লাখনি দুর্নীতি মামলা: খালেদাসহ ১০ জনের চার্জ শুনানি ৯ এপ্রিল

আপডেট : ১৩ মার্চ ২০১৯, ১৪:৩৪

বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১০ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের ওপর শুনানির দিন পিছিয়ে ৯ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।

বুধবার খালেদা জিয়াসহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার অভিযোগ গঠন শুনানি পেছানোর আবেদন করলে শুনানি শেষে বকশী বাজারে অবস্থিত ঢাকার ২ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক এ এইচ এম রুহুল ইমরান এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষে দুদকের আইনজীবী মোশারফ হোসেন কাজল আদালতে উপস্থিত ছিলেন।

এদিন বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় খালেদা জিয়া আদালতে হাজির হননি। কারাকর্তৃপক্ষ আদালতকে বলেছে, বন্দি আদালতে হাজির হতে অনিচ্ছুক।

আরও পড়ুন: কেবিনে ওবায়দুল কাদের, দেয়া হচ্ছে নরম খাবার

প্রসঙ্গত, এই মামলায় অভিযুক্ত আসামিদের সংখ্যা ১৩ জন। মামলায় অভিযুক্ত আসামিদের মধ্যে জামায়াত নেতা সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী ও সমাজকল্যাণমন্ত্রী আলী আহসান মুহম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর হয়েছে। এ ছাড়া বিএনপি নেতা এম কে আনোয়ার মারা গেছেন। বর্তমানে মামলার আসামি দাড়িয়েছে ১০ জনে।

২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি শাহবাগ থানায় বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

ইত্তেফাক/এমআরএম