শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নুসরাত হত্যা: জবানবন্দি দিতে আদালতে নুর ও শামীম

আপডেট : ১৪ এপ্রিল ২০১৯, ১৮:৫৭

ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডের আসামি নুর উদ্দিন ও শাহদাত হোসেন শামীমকে জবানবন্দির জন্য আদালতে নেওয়া হয়েছে।

রবিবার বেলা সাড়ে তিনটার দিকে এই দুই আসামিকে জ্যেষ্ঠ বিচারিক হাকিম জাকির হোসাইনের আদালতে হাজির করা হয়। সেখানে তারা জবানবন্দি দিচ্ছেন। 

মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক শাহ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

নুর উদ্দিন রাফি হত্যার মামলার এজাহারভুক্ত দুই নম্বর ও শাহদাত হোসেন শামীম চার নম্বর আসামি। তাদের দুজনকে গত ১২ এপ্রিল ময়মনসিংহের ভালুকা থেকে গ্রেফতার করে পিবিআই।

সোনাগাজীর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার শ্লীলতাহানির প্রতিবাদ করায় আগুনে পুড়িয়ে হত্যা করা হয় আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে। এ ঘটনা সারা দেশ শোকাহত। নুসরাতের হত্যার বিচার দাবিতে উত্তাল দেশ। 

আরও পড়ুন: নুসরাত স্মরণে সোনাগাজীতে বৈশাখী উৎসব স্থগিত

ইত্তেফাক/জেডএইচ