শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

গৌরনদীতে ভেজাল বিরোধী অভিযান

আপডেট : ১৬ মে ২০১৯, ০০:১৯

মাহে রমজান উপলক্ষে বরিশালের গৌরনদীতে বিভিন্ন প্রতিষ্ঠানে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ১৪ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে উপজেলা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিন এ জরিমানা আদায় করেন।

জানাগেছে, উপজেলার টরকী বন্দরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরী করার জন্য বেবী লাচ্ছা সেমাই কারখানার মালিককে ১০ হাজার টাকা, নোংরা পরিবেশে খাদ্য রাখার দায়ে শরীফ স্টোর মালিককে ২ হাজার টাকা, মা গোস্ত হাউজ ও মা রাইস ভান্ডার মালিক প্রত্যেককে ১ হাজার টাকা করে জরিমানা আদায় করেন।

ইত্তেফাক/আরকেজি